শ্রাবন কয়াল
কার্নিশে হলুদ শাড়ি বোনের উপহার ।
সে আমাকে লম্পট ই বলে
মায়ের মুখ ঝাপসা ,অস্পষ্ট একযুগ
একাকিত্বের যন্ত্রনায় দগদ্ধ পিতা
নতুন জীবন সঙ্গিনীর উন্মাদ বিলাসিতা
খুশি নন দাদু, ইহলোকে ঠাম্মা
তখন সদ্য জগৎ চিনতে শিখছি
মামা নিতে চেয়েছিল
দাদু বুকে আঁকড়ে দরজায় দিয়েছে কপাট
বাড়ির সদর দরজা তাকালেই দু'মহল বাড়ি
ওখান থেকেই একটা মেয়ে রোজ দেখতেন
আফিস কাজের অজুহাতে সারাক্ষন অবাড়িতে চোখ রাখতেন এ বাড়ির যুবক
এখন দিদা ভিজে চোখে এবাড়ির নতুন গিন্নিকে দেখেন
বাবার পুরোনো স্মৃতির ওপর নতুন মায়ের চোখ রাঙানি।
পরিচয়ও ঠিকানাঃ-------
নাম -- শ্রাবন কয়াল
জন্মতারিখ - ৪/০৫/১৯৯৫
জন্মস্হান -পাথরবেড়িয়া।
বর্তমান বাসস্হান /ঠিকানা -- পাথরবেড়িয়া(লক্ষিকান্তপুর)
পোষ্ট:চন্ডীপুর
পুলিশ ষ্টেশন:ঢোলা হাট
জেলা :দক্ষিণ ২৪ পরগণা
পিন:৭৪৩৩৯৯
ফোন:7501463600
ইমেল:kayal.narayan17@gmail. com
No comments:
Post a Comment