তিনটি কবিতা ।। অরুণ কুমার ঘড়াই - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 17, 2022

তিনটি কবিতা ।। অরুণ কুমার ঘড়াই


এ অপরাধের ক্ষমা নেই 

 অরুণ কুমার ঘড়াই 



এখন বসন্ত রোদ্দুর 
ফুল হাসে, কোকিল আনমনা 
প্রকৃতি তার আপন খেয়ালে যুবতী 
পুতিনকে বলছি যুদ্ধ থামিয়ে আমার দেশে এসো 
তোমার দেশে সব আছে, মনুষ্যত্ব নেই। 

একদিন পৃথিবী তোমার কাছে জবাব চাইবে 
রাষ্ট্রের কাছে মানুষ‌ই ঈশ্বর, মানুষ‌ই  নির্ণায়ক
ঘাতক পুতনা তবু মানুষ খুন করে 
ক্ষমতা কারোর চিরদিন নয়। 

সময় ক্ষমতাবান 
ইতিহাস কখনো কাউকে ক্ষমা করেনি
তুমি রাষ্ট্র ন‌ও...
তুমি জাতির হত্যাকারী।


চিঠি


হে মানব সভ্যতার অসুর পুতিন 
একবার পৃথিবীর দিকে তাকিয়ে দেখো 
হাজার হাজার গর্ভবতী মা,
মৃত সন্তানের সাথে সেও মৃত 
বলতে পারো তার কি দোষ ছিল ?

যে শিশুগুলো ইউক্রেন জুড়ে ছিন্নভিন্ন শরীরে বীভৎস্য
যার মায়ের কোল খালি করেছে যুদ্ধ
যাদের ঘর নেই, পরিবার নেই, দেশছাড়া 
যারা খোলা আকাশের নিচে মৃত্যুর প্রতীক্ষা করে
কিংবা মৃতপ্রায় 
যাদের কাছে জল নেই, খাবার নেই, ঘুম নেই
পদে পদে আছে মৃত্যু  
তাদের কি অপরাধ ছিল ?

একদিন এই ধ্বংসস্তুপের জঞ্জালে 
অন্ধ ধৃতরাষ্ট্রের মতো তুমিও পুত্রহারা পিতা হবে
ইতিহাস যেন তোমাকে ক্ষমা না করে। 

রাষ্ট্রনেতা 
তুমিও পিতা, তোমার‌ও জন্ম কোনো নারীগর্ভে
সময় শক্তিশালী,
প্রস্তুত থেকো।

.....................................................................

পৃথিবী তোমাকে নির্বাসিত করুক


রাষ্ট্রপুঞ্জ কিংবা ন্যাটো ঠুঁটো জগন্নাথ
চোখের সামনে একটি দেশ খুন হয়ে গেল 
আমি একা ন‌ই, দর্শক সারা পৃথিবী ছিল।


সব কিছু খাতা কলমে 
সব কিছু লোক দেখানো
স্বার্থ দিয়ে মাটির পৃথিবী বড্ড বেমানান। 


.....................................................................


অরুণ কুমার ঘড়াই 
গ্ৰাম - গাংপুরা 
পো:- সাগরেশ্বর 
থানা - রামনগর 
জেলা - পূর্ব মেদিনীপুর 
পিন - ৭২১৪৪৬(পশ্চিমবঙ্গ,ভারত)
ফোন - 9083050340.
মেল- arunkrghorai98@gmail.com

































 
 

No comments:

Post a Comment