কবিতা ।। যুদ্ধক্ষেত্রের সৈনিক ।। মানস বন্দ‍্যোপাধ‍্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 17, 2022

কবিতা ।। যুদ্ধক্ষেত্রের সৈনিক ।। মানস বন্দ‍্যোপাধ‍্যায়

  

 যুদ্ধক্ষেত্রের সৈনিক 

    মানস বন্দ‍্যোপাধ‍্যায়

                  
    বিভৎস এক মৃত্যু পুরীতে দাঁড়িয়ে আছি
    আকাশে চক্কর দিচ্ছে এক ঝাক বোমারু ,
    ঝাঁকে ঝাঁকে ছুটে চলেছে মিসাইল রকেট
    পথে পথে টহল দিচ্ছে সাঁজোয়া বাহিনী ।
    
     মাটিতে মিশে যাচ্ছে মানুষের বাসস্থান
     সাইরেনের শব্দে প্রাণ নিয়ে ছুটছে মানুষ ,
     বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে হৃৎপিণ্ড
     চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ঝলসানো মৃতদেহ ।

     আমি এক যুদ্ধক্ষেত্রের দেশ প্রেমী সৈনিক 
     মাটি রক্ষার বাস্তবতায় তুলে নিয়েছি বন্দুক ,
     ইচ্ছার বিরুদ্ধে টিপে চলেছি অবিরাম ট্রিগার
     শতশত বিপক্ষ সৈন্যদের প্রাণ কেড়ে নিচ্ছি ।

     আকাশ বাতাস ঢেকে যাচ্ছে কালো ধোঁয়ায়
     বারুদের গন্ধে বিষাক্ত হয়ে উঠেছে নিঃশ্বাস ,
     মনে পড়ছে আগামী প্রজন্মের নিঃস্পাপ মুখ 
     জানিনা এই যুদ্ধের শেষ পরিনতি কোথায় ।

     যেদিকে তাকাই শুধু ধ্বংস ধ্বংস আর ধ্বংস 
     ক্রমশ হারিয়ে ফেলেছি যুদ্ধ করার ইছাশক্তি ,
     জানি  না এই যুদ্ধে কারো হারজিত হবে কিনা 
     তবে নিশ্চিত বেড়ে উঠবে হিংসা আর হিংসা ।

           ===== ০০০০০ =====
     
     

     

No comments:

Post a Comment