কবিতা ।। নিকোটিন রাত ও কোন এক মহাপুরুষের শরীর ।। নিমাই জানা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 17, 2022

কবিতা ।। নিকোটিন রাত ও কোন এক মহাপুরুষের শরীর ।। নিমাই জানা

নিকোটিন রাত ও  কোন এক মহাপুরুষের শরীর

নিমাই জানা


তথাগত শরীরের ওপর হর্ষধ্বনি ওঠা মৃতপ্রায় দরজার কাছে গেলে দরজাটি আরো লবণাক্ত হয়ে পড়ে

বাবা বৈরাগ্য চিহ্ন মাথায় রেখে আজীবন পাথরের থালাকে হব্যিষান্নের গুঁড়ো দিয়ে ঠোঁটের ভেতরে ঢুকিয়ে নিচ্ছে নিরামিষ নিকোটিন  ,
আমরাও খাই মায়ের গলিত হাড়গোড়ের সাদা রসালো দুধ , মেন্ডেলিফ কোনদিন ভুল করেও একটি ধাতুকল্পের  তলপেট বিষ রচনা করেন না
ফোবিয়া দ্রাক্ষা শূণ্য আপেল বৃক্ষ হলেই রসায়ন বমি উগরে চলি ইপিকাক খাওয়ার আগে ,

ফার্মেসীর ভেতর থাকা নীল আবহবিকারের পাঞ্জাবি মানুষেরা বৃত্তাকার শক্তিবর্ধক টনিকের ফাইভ এম এল খাচ্ছে  , শিখরের মানুষেরা নীল রঙের ভৌতিক পিচ্ছিল হয়ে ঈশ্বর মগ্ন হন স্তনবৃন্ত চাষাবাদে
অসংখ্য মানুষের সঞ্চারপথ গড়ে দেয়  ডান কপাটিকা একাই নিরন্তর জেগে থাকে অনিদ্রা ও অনির্বাণ ঈশ্বরের নামে
আবসলুট 3g কোন কফিশপের নাম নয়
ধ্রুবতারার সাংখ্যমান খুঁজে চলেছে দৈর্ঘ্যহীন আয়তক্ষেত্রের ডান বাহু ,

জ্যামিতিক হয়ে যাওয়ার আগেই পিথাগোরাস আমাকে বাবা হওয়ার ধারালো শুক্রাণুর লেজগুলো উপহার দিয়ে গেছে
মূর্ধন্য চিহ্নটি কসাইখানার মতো



================

নিমাই জানা
রুইনান ,সবং পশ্চিম মেদিনীপুর ৭২১১৪৪ ,

No comments:

Post a Comment