পুতুলকথা
হামিদুল ইসলাম
খেলার পুতুল এখনো হাতে হাতে খেলে
খেলাঘরে আঁকা নীরব যাপন ।।
উচ্ছিষ্ট দিন
বন্ধুত্ব পোড়ে
মনের গভীরে এখনো খেলে পুতুল। অদূরে ছায়া ছায়া নির্জন দুপুর ।।
আমরা রামগড়ুরের ছানা
পুতুলের সাথে করি ঘর
মানুষের ইচ্ছেগুলো ধীরে ধীরে পুতুল হয়ে যায়
আমরা হয়ে উঠি পুতুল মানব। কখনো হয়ে উঠি মানব পুতুল ।।
মানুষ কমবেশি এখনো নাবালক
প্রতিদিন মান্দাসে ভাসে
প্রতিদিন কষ্টের সাগর পাড়ি দেয় ঘাম নুন জলে ভেজা দুচোখের তারায় ।।
আঁধারে জমে ওঠে সোহাগী রাত
পুতুল হয়ে ওঠে স্বপ্ন বিন্দাস। স্নানঘরে ভেজা ভেজা মেঘ ।।
কথা বলে না পুতুল
পুতুল এখন বেআব্রু রাতের সহবাস
পড়ে থাকে অনশ্বর পুতুল। অনশ্বর পুতুলকথা। জীবনকথা ।।
অকথাঘরে এখনো জন্ম নেয় হাজার হাজার অনশ্বর পুতুল ।।
__________________________________________
হামিদুল ইসলাম
গ্রাঃ+পোঃ=কুমারগঞ্জ। জেঃ=দক্ষিণ দিনাজপুর।
_________________________________________
No comments:
Post a Comment