আবার আসুক বসন্ত
কাশীকান্ত চৌধুরী
আবার আসুক বসন্ত
আগামী বসন্তেই,
পুড়ে গেছে সবুজের পাতা
বাগানের মালিও।
মেঘ জমেছে শরতের আকাশে
উড়ছে হলদে পাতার কুটকাচালি,
ভয়ে ভয়ে নির্জীব অমর আত্মা ;
সেজেগুজে উঠে এলো বনলতা
রঙিন বসন্তের টানে।।
এই অসুস্থ অসময়ে
আবার আসুক বসন্ত
আগামী বসন্তেই
সুখ দুঃখ দূর
সকল উপশম!
============
কাশীকান্ত চৌধুরী
করিমপুর, নদিয়া।
No comments:
Post a Comment