কবিতা ।। আবার আসুক বসন্ত ।। কাশীকান্ত চৌধুরী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 17, 2022

কবিতা ।। আবার আসুক বসন্ত ।। কাশীকান্ত চৌধুরী

আবার আসুক বসন্ত

কাশীকান্ত চৌধুরী 


আবার আসুক বসন্ত 
আগামী বসন্তেই,
পুড়ে গেছে সবুজের পাতা
বাগানের মালিও।
মেঘ জমেছে শরতের আকাশে
উড়ছে হলদে পাতার কুটকাচালি,

ভয়ে ভয়ে নির্জীব অমর আত্মা ;
সেজেগুজে উঠে এলো বনলতা 
রঙিন বসন্তের টানে।।

এই অসুস্থ অসময়ে
আবার আসুক বসন্ত 
আগামী বসন্তেই 
সুখ দুঃখ দূর 
   
   সকল উপশম!
============

কাশীকান্ত চৌধুরী 
করিমপুর, নদিয়া।

No comments:

Post a Comment