কবিতা ।। চোরাবালির জীবন ।। রাণু বর্মণ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 17, 2022

কবিতা ।। চোরাবালির জীবন ।। রাণু বর্মণ

চোরাবালির জীবন

রাণু বর্মণ


সাজানো গোছানো আড়ম্বর পুরোটা ফাঁকা
বাহ‍্যিক চাকচিক‍্যে সবটা নকড়ে মোড়া।
অভিনয় রপ্ত করেছে মানুষ
মুখোশ হয়েছে ঢাল।
আধুনিক সভ‍্যতার বন্ধি খাঁচায়
আটকে গেছে জীবনের শতদল।
জীবনটা একটা কারুকার্যে মোড়া চিত্রনাট্য
দক্ষ অভিনেতাদের বাজি মাত।
ঘুমের ঘোরে মানবিক রুপ ধরা দেয়
জেগে ওঠলে ধংসের লেলিহান।
মনের কথা কেউ শোনেনা এখানে
অপরাধ হীন মানুষ গুলো জব্দ হয় অকারণে।
সত‍্য চাপা পড়ে যায় মিথ‍্যের উপঢৌকনে।
অপকর্ম আর খারাপের আধিপত‍্যে
সামনে পেছনে ফাদের জাতা কল।
স্বার্থের নেশায় ছুটে চলে মানুষ
অন্ধকারে অতল তলে চাপা থাকা বুক।
এমনি ভাবে জীবন যন্ত্রের গোলক ধাধায়
চোরা বালিতে ঘিরে ফেলে জীবন,,,,,,,

==========

রাণু বর্মণ
দঃ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত

No comments:

Post a Comment