কবিতা ।। বিকি-কিনি ।। লাবণী পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 17, 2022

কবিতা ।। বিকি-কিনি ।। লাবণী পাল

বিকি-কিনি
 লাবণী পাল

- স্বপ্ন নেবে ?

- কেমন করে? এমন কিছু বিকোয় বুঝি !

- খুব পাওয়া যায়। আধেক ঘুমে,
আধেক চোখের দৃষ্টি ছুঁয়ে, গহন মনে।
হরেক রকম যাত্রা নতুন!
অজানা মাঠ, অচিন পাখী, নদীর স্রোতে দু'হাত বাড়াও।
আবার আছে পাহাড় চূড়া, আঁধার বন আর সমুদ্র-ঢেউ।
চাও কী এসব ? নিলেই দেবো।

- ও সব আছে। আর কী পাবো ?
ও ফেরিভাই, স্বপ্ন জুড়ে প্রেম কি দেবে ?
আমার একার, ভীষণ আপন একান্ত সুখ ?

- মিলতে পারে। মূল্য কিন্তু বইতে হবে হৃদয় দিয়ে।
স্বপ্ন শেষে কঠোর জমিন, তীব্র দহন, কাঁটার চাবুক।
রক্তে ধোওয়া একলাটি মন সইতে হবে অনন্তকাল।
পারবে নিতে ?

- একলা এ মন বেশ তো আছে ঘুমের দেশে।
কাজ কী তাকে ক্ষেপিয়ে তুলে ?
যাও তুমি ভাই অন্য কোথাও,
আমার এ মন এমনি থাকুক স্বপ্ন-বিহীন,
মাটির ঘরে।

---------------------

 
লাবণী পাল
ধুপগুড়ি, জলপাইগুড়ি

No comments:

Post a Comment