কবিতা ।। ফাগুন ।। মুস্তারী বেগম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 17, 2022

কবিতা ।। ফাগুন ।। মুস্তারী বেগম


ফাগুন

মুস্তারী বেগম

তবে মায় সিঁদুরে নিলাম
কিংবা কাঁচের চুরিতে
তোমাকে মসজিদের কার্পেটে নিলাম
কিংবা জগন্নাথ পুরীতে
ফাগুন তুমি যেখানেই থেকো
একটু আনন্দ দুহাতে মেখো
ভুলেও পথ ভুলো না
হানাহানির রঙে ও তোমাকে পাই
এ হৃদয় তবে মাকরুহ অসহ‍্য হলেও বয়।
তুমি নীলাকাশে হাসো
কিংশুক, পলাশ,শিমূলে তুমি বসো
তোমাতে জীবনদানের তরল
তমি তো মস্ত হৃদয়
তুমি তো আলো
তুমি নজরুলের গান
তুমি কবিগুরুল বাণ
ফাগুন তুমি কি আগুন?
দু বেণী বেঁধে আব্বুর সাইকেলের পিছনে চড়ে যখন 
পরীক্ষা দিতে গেছি পাশের গ্রামে
তখন রাস্তায় তুমি বোঝাতে এসেছো।
ফাগুন মনে,ফাগুন বনে
ফাগুন দহনে, নির্জনে।

=============


মুস্তারী বেগম
পূর্ববর্ধমান
১২/৩/২২

No comments:

Post a Comment