ছড়া ।। হারিয়ে গেছে ।। বদ্রীনাথ পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 17, 2022

ছড়া ।। হারিয়ে গেছে ।। বদ্রীনাথ পাল


হারিয়ে গেছে
বদ্রীনাথ পাল
 

একটা ছিলো বিশাল দিঘি, টলটলে তার জল-
ঢেউয়ের দোলায় সেই জলেতে দুলতো শতদল।
আম জাম আর কাঁঠাল গাছের একটা ছিলো বন,
পাখ-পাখালি সেই বনেতে খেলতো অনুক্ষণ।

ঠিক পাশেতেই একটা ছিলো সবুজ ভরা মাঠ,
চলতো খেলা সেই মাঠেতে, বসতো সেথায় হাট।
গাঁয়ের শেষে একটা ছিলো মাটির কুঁড়ে ঘর,
গান গাইতো সেই কুঁড়েতে বাউল দিগম্বর

হারিয়ে গেছে এখন সেসব, গ্ৰামটিও আর নাই,
দিন বদলের ডাক শুনে সে বিদায় নিলো ভাই।
নেই চেনা পথ, নেই বাদাবন, নেই সে মানুষ আর-
কান পাতলেই শুনতে যে পাই কেবল হাহাকার।
----------------------------------------------------------------------------------

 
     বদ্রীনাথ পাল
বাবিরডি, পোষ্ট-গৌরাংডি, জেলা-পুরুলিয়া,৭২৩১২১,
ফোন-৮১৫৯০৭৬৫৪৮, পশ্চিম বঙ্গ, ভারত
----------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment