কবিতা ।। খাঁটি গরুর-দুধ ।। মাথুর দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 17, 2022

কবিতা ।। খাঁটি গরুর-দুধ ।। মাথুর দাস

খাঁটি গরুর দুধ

মাথুর দাস


ঘোষের অনেক মোষ ছিল আর একটি গরু কালো,

জার্সি গরুর খাই-খরচায় অনেক খরচাপাতি ;

খদ্দের তার ছিলই অনেক ব্যবসা ছিলই ভালো,

কিন্তু সবাই চায় গরু-দুধ এবং হয় যেন তা খাঁটি ।


মোষের দেওয়া অনেক দুধ, যাবেই কি সব ফেলা ?

দই ছানা আর পনির এবং মিষ্টি দোকান কিছু,

তাতেও বাড়তি দুধ নিয়ে তার চিন্তা যে নেয় পিছু ;

'মোষ'-কে 'গরু' বানাতে ঘোষ করলো শুরু খেলা ।


এক লিটারে তিন লিটার জল কিছু গুঁড়ো সাবান,

মিশিয়ে কিছু অ্যারারুট আর চিনি ও গোলা চক

দেখতে থাকে ল্যাক্টোমিটার ডুবছে কত তক ;

'খাঁটি গরুর দুধ'-এ তুষ্ট তার খদ্দের ভগবান ।


*******************************


মাথুর দাস, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান

*******************************

No comments:

Post a Comment