ভ্রমণকথা
দীপঙ্কর সরকার
প্রতিটি ভ্রমণকথা এঁকে বেঁকে যায় আলপথ জুড়ে
আলোর ঠিকানা , বাতাসে ভাসমান রেখা দিগন্ত
বরাবর আলগোছে ছুঁয়ে যায় রোদের কিনারা , ঘুমন্ত
এ্যালবাম থেকে খসে পড়ে স্মৃতিচিহ্ন , টুপটাপ শিশির
পতন যেন ।
বিরহে যাতনা থাকে তারও চেয়ে সূচিমুখে ফুটে ওঠে
অলীক কল্পনা , কেবা কারা কোন পথে হেঁটে গেছে
কতকাল প্রতিটি ভ্রমণকথায় লেখা থাকে স্মৃতিমেদুর
সেই বিশদ বর্ণনা ।
===============
দীপঙ্কর সরকার
কাঁঠাল পুলি
(সিংহের হাটের কাছে)
চাকদহ
নদীয়া
৭৪১২২২
No comments:
Post a Comment