শিকড়অঞ্জলি দে নন্দী, মমযদি না থাকত শিকড়ের টানতবে বৃক্ষ কি হত অতো আগুয়ান?গতিপথ যতই হোক না কেন বিপরীততবুও যে শিকড় চায় শাখার হিত।এ যে আঁধার আর আলোর বন্ধন।শিকড়ের টানা রসেই তো পাতায় হয় রন্ধন।সম্পর্ক চিরতরের।সম্বন্ধ ঘোচায় ভেদাভেদ আপন-পরের।শিকড় মাটিকে আঁকড়ে ধরে থাকে।আর বৃক্ষ তার বলে শির উচ্চ রাখে।বল তো জীবন, পর করবে কাকে?শিকড়ের জোরে ফুল, ফল গর্বিত শাখে শাখে।বৃক্ষ কি অস্বীকার করতে পারে শিকড়-মাকে!সদাই নমস্কার করে তাকে।================অঞ্জলি দে নন্দী, মমপি - ১১৪পি এক্সটেনশনমোহন গার্ডেনউত্তমনগরদিল্লী - ১১০০৫৯
No comments:
Post a Comment