কবিতা ।। শিকড় ।। অঞ্জলি দে নন্দী, মম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 17, 2022

কবিতা ।। শিকড় ।। অঞ্জলি দে নন্দী, মম

 

শিকড়
অঞ্জলি দে নন্দী, মম

যদি না থাকত শিকড়ের টান
তবে বৃক্ষ কি হত অতো আগুয়ান?
গতিপথ যতই হোক না কেন বিপরীত
তবুও যে শিকড় চায় শাখার হিত।
এ যে আঁধার আর আলোর বন্ধন।
শিকড়ের টানা রসেই তো পাতায় হয় রন্ধন।
সম্পর্ক চিরতরের।
সম্বন্ধ ঘোচায় ভেদাভেদ আপন-পরের।
শিকড় মাটিকে আঁকড়ে ধরে থাকে।
আর বৃক্ষ তার বলে শির উচ্চ রাখে।
বল তো জীবন, পর করবে কাকে?
শিকড়ের জোরে ফুল, ফল গর্বিত শাখে শাখে।
বৃক্ষ কি অস্বীকার করতে পারে শিকড়-মাকে!
সদাই নমস্কার করে তাকে।

================


অঞ্জলি দে নন্দী, মম
পি - ১১৪
পি এক্সটেনশন
মোহন গার্ডেন
উত্তমনগর
দিল্লী - ১১০০৫৯


No comments:

Post a Comment