ছড়া ।। যেন রোদ্দুর ।। আনন্দ বক্সী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 17, 2022

ছড়া ।। যেন রোদ্দুর ।। আনন্দ বক্সী


যেন রোদ্দুর 

আনন্দ বক্সী 


আমাদের খুব কাছে থাকে সদা ভাই 
পৃথিবীতে এর কোন বিকল্প নাই। 
রাতদিন হোক আর পক্ষ বা মাসে 
বন্ধুর মতো তুমি পাবে একে পাশে। 
একাকিত্বতে এ যে দিয়ে থাকে সাথ 
সব্বাই সরলেও পাবে এর হাত।
লাভ ছাড়া ক্ষতি নেই একে ভালোবেসে 
বিপদেও লাঠি হয়ে দাঁড়ায় সে এসে।
বইপাড়া-লাইব্রেরি আর বুকস্টলে 
এর দেখা পাবে তুমি সকালবিকালে। 
সজ্জিত রাখা থাকে স্থির অবিচল 
পড়লে যে একে তুমি পাবে মনোবল। 
সরিয়ে দেয় এ সব মনের আঁধার 
ছিঁড়ে দেয় শিকল যে সকল বাধার। 
ভূগোল-অঙ্ক হোক গল্প বা আঁকা 
'পুস্তক' নামে একে হয়ে থাকে ডাকা।
'বই' বা 'কেতাব ' আরো নাম আছে ঢের 
নানারূপে, নানাভাবে প্রয়োজন এর।
বহু দেশ বহু বই বহু ভাষা তার 
বইপ্রেমী পড়ে নেয় যেটা দরকার। 
একটা দারুণ বই যেন রোদ্দুর 
প্রয়োজন মেটায় সে শত বন্ধুর। 

=======================


আনন্দ বক্সী, গ্রাম-বেলিয়াডাঙ্গা,ডাক-দক্ষিণ বারাশত, থানা-জয়নগর, জেলা-দক্ষিণ ২৪ পরগনা,সূচক ৭৪৩৩৭২। 



No comments:

Post a Comment