হীরক বন্দ্যোপাধ্যায়ের দুটি কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 17, 2022

হীরক বন্দ্যোপাধ্যায়ের দুটি কবিতা


হীরক বন্দ্যোপাধ্যায়ের কবিতা


তোমাকে দিয়ে যাবো


তোমাকে দিয়ে যাবো এই সম্পদ
সমূহ নদী ও মাটি ,অরণ্য যাপনের শিহরণ
যৌবনের বিধূর আত্মা রক্ত সত্রে
 পাওয়া ইচ্ছাপূরণের অলীক বেদনা
সংযোগে সম্পর্কে সম্পূৰ্ণ আলোছায়ার খেলায় যা সমর্পন তোমাকে দিয়ে যাবো কল্পনার শিবলিঙ্গকে
সুখ দুঃখ নিরাময়ে যা চিরকাল অবতল আগুন
মহৎ এবং বিচিত্র এই পৃথিবীর মহাপ্রলয় ...
আর বেপরোয়া ভিখিরির মতো শেষ কপর্দক
তুমিও ঠিক আমার মতোই
বুঝবে সেদিন আসলে
কোনো দুঃখ ই ব্যক্তিগত নয় ...



প্রতীয়মান



খরিশ আর পদ্মপাতার কি কি মিল আছে আমি জানি না তবু মাঝে মাঝেই ছলনার খাতিরে
ইশারা ইঙ্গিতে আমাকে নিয়ে যায়
জয়পুরের জঙ্গলে,বাংলা ও ঝাড়খণ্ডের বর্ডারে
মাইথন জলাধার,সেখানে জলপিপির নাচ আর ঘূর্ণি
বাতাস একজন যুবকের মনে যে
ব্যাকুলতার জন্ম দেয় তা সারাজীবন গবেষনার বিষয়
যে কোনও কবিতার শব্দে ছন্দে উপমায় কিংবা
দুটি লাইনের মাঝখানে  এরকমভাবে
কোন ও  সুচিত্রা সেন কিংবা জুলিয়া রবার্টস
মিশে আছেন বরং বলা ভালো শুয়ে আছেন
সৃষ্টির বিষণ্ন ইতিহাসে চিরকাল
এবং নিয়ত মর্মর গাথায় তা প্রতিয়মান. ...

 

No comments:

Post a Comment