Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

কবিতা ।। নারী সমপ্রজাতিরে করো সম্মান!! শুভ্রা ভট্টাচার্য

 নারী সমপ্রজাতিরে করো সম্মান!!

শুভ্রা ভট্টাচার্য



নারী হিসাবে এ অসম্মান অপমান
আমার মরমে জাগায় ভীষণ ব্যথা,
শুনি মেয়েরাই নাকি মেয়েদের শত্রু !
সমাজে এখনও এমন প্রচলিত কথা!

কথাটি গভীরে খতিয়ে দেখা প্রয়োজন
আছে কি এমন গুরুতর এর কারণ!
মনের গহীনে সবারই ভাবা দরকার
এর আসল উৎস বাধা বিপত্তি বারণ!

সমপ্রজাতির সহিত লড়াইয়ের ক্ষেত্রে
আসল উৎসটার খোঁজ জানা প্রয়োজন,
পুরুষের দ্বারা অবদমন ও বঞ্চনা হতেই
ধারাবাহিক এ রাগিং প্রথার হয় প্রচলন।

যুগ হতে যুগে নারী পেয়েছে অত্যাচার  
কষ্টটা তাদের রয়েছে অন্তরেতে সুপ্ত,
ছেলেদের সাথে এঁটে উঠতে পারে নি
তাবলে জেনো ব্যথারা হয়নি কভু লুপ্ত।

পুরুষের অত্যাচারকে বহু নারী আজও
মানিয়ে চলাকেই সাদরে করেছে যে গ্রহণ,
খাওয়া পরার মতো মূলগত চাহিদা হিসাবে
দৈনিক মারধোর খেয়েই তাদের দিনযাপন।

নিজ প্রজাতিকে যোগ্য প্রতিদ্বন্দ্বী ভেবে
সঞ্চিত যত ব্যথার বিদ্বেষ বিষ উদগীরণ,
দৈহিক শক্তিতে বলীয়ান পুরুষের ভয়ে
প্রাচীনে নারী নারীতে করেছে নিপীড়ন।

ভীতত্রস্ত দূর্বলমনস্ক কূপমন্ডুক মেয়েরা 
বোঝে না লড়াইটা আসল কাহার সাথে,
ক্ষণ আবেগের ক্ষোভ দুঃখ জ্বালা মেটাতে 
সমপ্রজাতিকে দুর্বল ভেবে লড়াইয়ে মাতে।

আয়েসে খাওয়া পরার সুবিধার্থে ওরা
ছেলে তোষামোদি মনোভাবে সদা রয়,
নারীতে রাগিং নামক বিকৃত আনন্দের 
উৎপত্তি মূলত পুরুষকে পাওয়া ভয়।

এখনো মানুষ কিছু ভিত্তিহীন ধ্যানধারণা
অবৈজ্ঞানিক কুসংস্কারের জালে আবদ্ধ,
নারীরা সেসব সম প্রজাতিতে চাপিয়ে
সঙ্কীর্ণতায় মনের দ্বারকে করেছে রুদ্ধ।

আপাত সুবিধা সংরক্ষণ পেয়ে নারীরা
ভাবে আহা কি সুখ দিল পুরুষ সমাজ!
বিপক্ষে গিয়ে বলে না কেউ "চাইনা এসব 
স্বনির্ভরতায় সম যোগ্যতায় বাঁচি আজ।"

বিশ্বে নারী পুরুষ একে অন্যের পরিপূরক
তাই একই নিয়মেই পাশাপাশি লড়বো,
কেউ কাওকে খর্ব অসম্মানিত না করে  
এসো,সুস্থ সুন্দর সমতার সমাজ গড়বো।"

"মেয়েরা বস্তু নয় যন্ত্র নয়,মানুষ" এ ভাবনা
গ্রথিত হোক নারী পুরুষ নির্বিশেষে মননে,
সেকালের বস্তাপচা একপেষে রীতি ভেঙে
হিংস্রতা নিঠুরতা বর্বরতা রুখবো যতনে।

পরিশেষে বলি,মাতৃত্বের কারণে মনুষ্যত্ব
অক্সিটোসিন ডোপামিনের অধিক ক্ষরণ,
তাই সমানুভুতির বাতাবরণে প্রজাতিরে
স্নেহ ভালোবাসা আদরে রাখি আমরণ!!
                    #=====#

শুভ্রা ভট্টাচার্য
Chuchurah Hooghly

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল