কবিতা ।। বৈপরীত্য ।। সুমন সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 17, 2022

কবিতা ।। বৈপরীত্য ।। সুমন সরকার


বৈপরীত্য

সুমন সরকার

উদভ্রান্ত গ্রীষ্মের দুপুরে দাবানলের তীব্রতার মাঝে অনুভূত হয় শৈত্যপ্রবাহের রোমাঞ্চ,
নাম না জানা ফল গ্রহণে পাওয়া যায়
অমৃতের আস্বাদ l
রঙচটা, তাপ্পিমারা জামার বোতামহীনতায়
উঁকি দেয় ভেনিসের কোনো দেবদূতের সুঠাম বুক,
পলস্তারা খসে পড়া, বটের ঝুরি বাঁধা পোড়ো বাড়ির ছাদ যেন মনুমেন্টের চূড়া,
উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ছ্যাকরা গাড়ীকে মনে হয় সুদৃশ্য পুষ্পক রথ...
শতশত মাইল হাঁটার অভিজ্ঞ, সুখতলা ওঠা জুতো,'মুন-শ্যু'র আরাম আনে,
নিরন্ন মানুষের সফেন ভাতের তৃপ্তি এনে  দেয় পরমান্ন গ্রহণের সার্থকতা l
জন্মান্ধের দগ্ধ নয়নে বিশ্বদর্শনের প্রতিশ্রুতি,
বধিরের শ্রবণেন্দ্রিয় আকুল হয়
রুদ্রবীণার ঝঙ্কারে...

প্রতিদিন,প্রতিক্ষণে,প্রতিক্ষেত্রে পরাজিত মানুষের ললাট খুঁজতে থাকে সাফল্যের জয়টীকা--
বাস্তবের পান্ডুর রুক্ষতা নান্দনিক হয়
স্বপ্নেবোনা কাল্পনিক ক্যানভাসে ll

===========

সুমন সরকার
রাধানগর শিবতলা
পূর্ব বর্ধমান



No comments:

Post a Comment