কবিতা ।। আত্মঘাতী ।। অভিজিত বেজ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 17, 2022

কবিতা ।। আত্মঘাতী ।। অভিজিত বেজ

আত্মঘাতী

অভিজিত বেজ


গলছে বরফ মেরুপ্রান্তে
জলতল বাড়ছে দিনকেদিন |
নানান নামে আসছে ঝড়
বাঁচার আশা হচ্ছে ক্ষীণ |
গড়তে শহর কাটছে মানুষ
সবুজ গাছ সবুজ বন |
ইট পাথরের জঙ্গলেতে
বাতাস খোঁজে অবুঝ মন |
সভ্য হওয়ার নেশায় সবাই
ভবিষ্যতের চিন্তা বাদ |
চোখের আড়ালে বাড়ছে শুধু
মোদের সবার মরণফাঁদ|

=================

Avijit Bej
Vill- Muktipur
P. O- Sahajpur Hattala / Shyamsundar
P. S- Raina
Dist- Purba Burdwan
Pin no- 713424

No comments:

Post a Comment