কবিতা ।। শত্রু ।। কালিদাস নস্কর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 17, 2022

কবিতা ।। শত্রু ।। কালিদাস নস্কর

   শত্রু

কালিদাস নস্কর

জীবন আজ যন্ত্রের অধীনে কিন্তু
যন্ত্র নির্ভরশীল হতে হতে ভুলে যাওয়ার পথে মানবতা নামক যন্ত্র
ভালোকে আরও ভালো করার চেষ্টায়
আমরা কি পিছিয়ে পড়ছিনা প্রতিনিয়ত?,
সকালের প্রখর রোদে মাথা ঢাকতে
টাঙ্গিয়ে দিয়ে বিশাল ছাতা
নামলে রাত্রি লোভ লোলুপতা হিংসা রূপটা ওঠে ফুটে
যখন সর্বাঙ্গ থাকে অন্ধকারে ঢাকা,
কিছু যদি পেতে থাকি
চোখ চায় আরো বেশী কিছু পেতে
যদি ঝর আসে,মিশে যাই যদি নীল তরঙ্গের মাঝে!
পারবকি কিছু সঙ্গে নিয়ে যেতে?,
জীবন নামক যুদ্ধের মাঝে
প্রতি পদক্ষেপে পাতা এমন ফাঁদ
জীবন যেখানে জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়
থাকতে হবে সত্যের পথে বিরত রেখে লোভ লালসা-হিংসা বা কাউকে দেওয়া থেকে আঘাত।


=================

 
কালিদাস নস্কর
গ্রাম:-ওড়ঞ্চ,পোস্ট:-বেগমপুর,থানা :-বারুইপুর,জেলা:-দক্ষিণ চব্বিশ পরগনা

No comments:

Post a Comment