কবিতা ।। খলনায়ক ।। সুব্রত কুণ্ডু - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 17, 2022

কবিতা ।। খলনায়ক ।। সুব্রত কুণ্ডু

খলনায়ক 

সুব্রত কুণ্ডু 


খলনায়কের বড়ই অভাব 
জমবে নাটক কেমন করে? 
কৌশলে তাই পাণ্ডুলিপি 
লেখে ক'জন ধৈর্য ধরে। 

আসল তো খলনায়ক তারাই 
আড়াল থেকে যুদ্ধ চালায়, 
দৃশ্য হয়েও অদৃশ্য সব 
চিত্রনাট্যের পাতায় পাতায়। 

লাগলে যুদ্ধ তবেই না লাভ 
অস্ত্র হবে বেচা-কেনা, 
ধ্বংসলীলায় মরুক মানুষ,
নতুন চুক্তি, লেনা-দেনা। 

সব হারিয়ে হাহাকারে 
পড়বে যখন দুর্বিপাকে, 
আগ্রাসনের লোলুপতায় 
খুলবে আপন মুখোশটাকে। 

সুতীক্ষ্ণ নখ --নরপশু 
ঠাণ্ডা ঘরে ধীরে ধীরে, 
বেহালায় ধুন শুনে শুনে 
মাংস খাবে ছিঁড়ে ছিঁড়ে। 

খুব বেশি নয় হাতে গোনা 
মাত্র ওরা ক'জনা ভাই, 
বাকি সবাই জিগির তুলি 
"যুদ্ধবাজের নেই মোটে ঠাঁই।"

==================


সুব্রত কুণ্ডু 
নবগ্রাম, রহিমপুর, হুগলী 
পশ্চিমবঙ্গ, ভারত 
৭১২৪০৮

No comments:

Post a Comment