Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

কবিতা: কিশোর মজুমদার


 

 

 

 

 

 

 

 

শব্দহীন আমি পড়ে থাকি আজকাল 


          

সেন্ট্রাল লাইব্রেরির সামনে সারাদিন বসে থাকলেও
যেমন ভালো পাঠক হওয়া যায় না 
তেমনি প্রিয়জনের সামনে সর্বদা থাকলেই
প্রিয়জন হওয়া যায় না । 
সাঁকো-তলা থেকে উঠে আসা বিন্দু বিন্দু জল
ভাওয়াইয়া গানের সঙ্গে মিলেমিশে 
পুঞ্জীভূত কথামালাকে গলিয়ে দিতে পারে যেভাবে ,
যেভাবে পলাশের পূর্ণিমায় অমলতাসের ডালে আর
 বাতাসের গায়ে আছড়ে পড়ে 
বাগদীপাড়ার আঠালো অন্ধকার ,
সেভাবে ভালোবাসা-পরাজয় বা ইন্তেজার কিংবা বীতশোক পাখিজন্মের মতো
 উগ্র প্রসাধন ধুইয়ে 
ক্যানভাসে আঁকতে পারে রোদ-গল্প-বৃষ্টি ।


একতারার সংলাপ জুড়ে ভাসমান 
মেট্রোর সুড়ঙ্গ অন্ধকার থেকে 
বেরিয়ে এসে , পোড়ো বাতায়ন কাঁপিয়ে 
তোমাকে ঈষদোঙ্কুরিত হতে দেখছি না হিরন্ময় ।


এখন পরিখার পর পরিখা রচনা ক'রে 
তোমাকে আমাকে দু'টো কাপের ব্যবধানে
এনে দাঁড় করাচ্ছে বিষণ্ণ সময় ।
তুমি অস্ফুট আবেগ ধার করে চলছো 
কার কাছে ? 
বিস্ময়ের কাগুজে আবির ঘিরে রয়েছে 
তোমাকে আজকাল । 
আমি শব্দহীন হয়ে পড়ে থাকি উৎকণ্ঠায় ।

==============================

Kishore Majumder
Word no 11, near high drain last end
Gandhinagar
P.O and Dist :Cooch Behar
PIN 736101
Contact no : 9434688366(Whatsap)


জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক