প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

যে পথটা শিমুল পলাশের পাপড়ি ঝরে লাল হবার কথা ছিল
সেই পথে আজ রক্তের আল্পনা আঁকা
ওই যে পাখিটা খাবার খুঁজতে খুঁজতে খুঁটে খাচ্ছে শস্যদানা
তার ঠোঁটে লেগে আছে রক্ত
যে চারাগাছটা নতুন পৃথিবী দেখবে বলে উঁকি মারছে
পাথরের আড়াল থেকে, তার পাতায় রক্তের ছিটে
রক্ত-রক্ত-রক্ত—
গরম রক্ত, ঠান্ডা রক্ত
ঠান্ডা রক্ত জমাট বেঁধে আছে লাশের শরীরে
খোলা চোখে বিস্ময় ! আমায় মারলে কেন ?
আড়ালে কেন কবিতা ? এগিয়ে এসো, উত্তর দাও
ওই শিশুটির চোখের কোণে টলটল করছে মুক্তোদানা
মুছিয়ে দাও কবিতা, হাসি ফোটাও শিশুর মুখে
তুমি পারবে কবিতা, তুমিই পারবে
তুমি ছাড়া আর যারা আছে, তারা কেউ আগুনে ঘি ঢালবে,
কাঠ দিয়ে উস্কে দেবে আগুনটাকে
কেউ রড আনবে মাথা ফাটানোর জন্যে, আনবে পিস্তল, অ্যাসিড, বোমা
ওসব দেখে তোমাকে ভয় পেলে চলবে না
এগিয়ে যেতে হবে দৃঢ় পায়ে
তোমার গর্জনে পিছু হঠতে বাধ্য হবে কালো কাপড়ে মুখ ঢাকা অন্যায়, অত্যাচার
তুমিই পারবে কবিতা সাম্যকে আবার ফিরিয়ে আনতে
পারবে গোলকধাঁধায় পথ হারিয়ে ফেলা দেশকে
ঠিক পথের সন্ধান দিতে, নতুন দিশা দেখাতে
ভুললে চলবে না এ দেশ তোমার, এ দেশ আমার, এ দেশ সবার
সাম্যের মৈত্রীর ভালবাসার
এ দেশের নাম ভারতবর্ষ |
=====================
Sabita biswas c/o- lankeswar biswas. Vill &po- majdia (biswaspara) dist—nadia. Pin—741507 ph—8900739788
Mail- sraybiswas@gmail.com
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন