Featured Post
কবিতা ।। সঞ্জীব সেন
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
অ-সামান্য এক বিস্তারিত সন্ধ্যা
বালুকণার মত অ=সামান্য কবিতার বইখানা ,
হাতে দিয়ে বলেছিলে ভালবাসা মানে প্রেম নয়
তোমার আমোঘ বাণীটিকে নিবিড় ভাবে ছুঁতে গিয়ে
সেদিন বিস্তারিত সন্ধ্যা নেমে এসেছিল ডুয়ার্স পাহাড়ের বুকে,
আকাশের বুকে দুটি মরাল দুরত্ব বজায় রেখে ফিরে আসতে দেখে
বলেছিলাম তবে কি আমরাও আজ বেঁধে নেব শৃঙ্খল পরিমিতি বোধ মেনে,
কিছুদিন পর তোমার সঙ্গে দ্যাখা সেই ডুয়ার্স পাহাড়ে শালুক ফুলের শাড়ি লাল পশমিনা চাদরে,
সবেমাত্র ভোর হয়েছে তখন
পাখির নীরের মত চেয়ে বললে কিছুটা পথ হেঁটে আসি আজ, যাবে,
তবে সবাই জানবে, আমরা কেউ পূর্বপরিচত নই ছিলাম না কোনদিন, রাজি,,
এই শৃঙ্খল তো পরিমিতি বোধ মেনে পরে নিয়েছিলাম একদিন
তাছাড়া , এ বয়সে এসে ,ভালবাসা আর ছেলেখেলা নয় যখন,
তবে, প্রেমের স্মৃতিসৌধ তাজ মহলের জন্য মমতাজের এই মৃত্যুটা দরকার ছিল
তাই নয় কি।
সঞ্জীব সেন
পানিহাটী গৌরাঙ্গ ঘাট রোড
পোস্ট পানিহাটী
কলকাতা 114
9051034479
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন