Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

কবিতা ।। রেডি স্টেডি গো...... ।। রাণা চ্যাটার্জী


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
যেখানেই পদচিহ্ন হুঙ্কার ধ্বনি!
প্রবল ভাবে স্বরূপ চিনে মুখ ঘোরানো জনতা।

প্রতিহিংসার লেলিহানে শ্মশানের নিস্তব্ধতায়,
ফুল পাপড়ি ছোঁড়া রাজকীয় আসরে ঠাসা দম্ভ!
   তবু অনুচ্চারিত ন্যুনতম আশু সমাধান !

ঝড় ঝঞ্ঝা বিধস্ত অসহায় মুখ হেডলাইন শোনে,
সময়ের স্রোতে ভেসে যায় বাসি ফুল 
পূজার উপকরণের পরিবর্তে নামহীন জাতহীন মৃত লাশ
ঘন্টা খানেক প্রতিহিংসার কচ কচানির মতো!
বাড়ে অস্বস্তি নির্বাক মুখ,খোঁচা খাওয়া ঘা ক্ষত.!
তবু অবস্থা যে তিমিরে তার চেয়ে ক্রমশ ভয়ানক,
আশ্বস্ত নাবিকে ভরসায় যাত্রীরা, তবু নির্বিকার নাবিক 
অতলে ডুবিয়েও নেই আক্ষেপ ভুল স্বীকার!
ক্ষমতা দম্ভের  বেঁকে যাওয়া বিজয় পতাকায় 
শুধু  অধোগতি আর পতনের অশনি সংকেত !

আর কতো মুখ পুড়বে দেশ বাসীর !!
এমন ভাবে খেসারত দিতে দিতে কখন যে 
পিঠ ঠেকে যাওয়া দেওয়ালও আজ আতঙ্কিত !

ঘরে বাইরে চরম উৎকণ্ঠা মুখ...
আত্ম নির্ভর প্রিয় দেশের এ কোন করুন পরিণতি!
নীতিহীনতা পঙ্গুত্ব, মুদ্রাস্ফীতির শেকলে দমবন্ধ
কর্মহীন উপোসী মুখের অমলরা জানালা গরাদে!

ওই কানে ভাসে  মিথ্যা প্রতিশ্রুতি আজও,
প্রতিবাদী দের কণ্ঠ রোধ করা, আধুনিক ভাতে মারার  
ফন্দি ফিকির রাজ রোষ, আইনি ছক...!

রেকর্ড হয় সর্বনিম্ন জাতীয় গড় আয়,
পেপারের ঠোঙার তেলে ভাজা তেলে ফুটে ওঠে,
আফ্রিকার নানা দেশে পাঠানো ভ্যাকসিন কিট 
পড়ে নষ্ট হওয়া খবর, যোগাযোগের অপ্রতুলতায়।

সীমান্তে বুক চিতিয়ে পড়ে থাকা বীর সেনানী,
আগামীর স্বপ্ন দেখা কচি শিশু কিশলয়,
তুখোড় বুদ্ধিমত্তার ছাপ রাখা টগবগে যুবতী,
সামনের সারিতে দাঁড়ানো পুলিশ,ডাক্তার নার্স
অলক্ষ্যে ঝরে পড়ে চিকিৎসা অক্সিজেন অভাবে। 

তবু কাজের সময় সবাইকে নিয়ে ঝাঁপিয়ে পড়ার পরিবর্তে 
বিরোধী নিকেশ রাজসূয় যজ্ঞ অবলীলায়।

সকল দায় ঝেড়ে ফেলার সপ্রতিভ ব্যক্তিত্বের 
চির পরিচিত নিজ পিঠ চাপড়ানো,দৃষ্টি ঘোরানো পন্থা..
    ধূলো জমা রেডিও থেকে ভাসে শুধুই " বার্তা"!

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক