যুদ্ধারম্ভ ।। উৎপল হালদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 17, 2025

যুদ্ধারম্ভ ।। উৎপল হালদার

নবপ্রভাত

কবিতা

.. ..  যুদ্ধারম্ভ .. .. 

          উৎপল হালদার 


  দুরন্ত কনসার্টে যুদ্ধ ঘোষিত হোক 
 পাহাড় থেকে সাগরের সীমা 
 আজ মৃত্যুর জ্বলন্ত বুদবুদ ---

 রক্তের গন্ধে বাতাস মাতাল হোক
 বুক ফাটা কান্না আর হাহাকারে
 জ্বলছে বিস্ফোরক বারুদ ---

 চির আকাঙ্খিত স্বপ্ন দেখা বন্ধ হোক
 অসহায় পঙ্গু জীবনে দুঃখ-গ্লানি
 শরীরে মনে শ্রান্তি অবসাদ---

 শহীদের রক্তে মহাকাব্য লেখা  হোক
 জ্বলন্ত মশালে জল্লাদি উল্লাস 
 যৌন অত্যাচার, ঠোঁটে বুটের জেহাদ ---

 মনুষ্যত্বকে এখন হত্যা করা হোক 
 সামরিক বা অসামরিক কায়দায় 
 হাড় হিম করা তীব্রতম যন্ত্রনায়---

 ইস্তেহার-খবরের হেডলাইন হোক 
 সুতীব্র যন্ত্রনায় লাশ হওয়া মুখ 
 অগণিত রক্তাক্ত কসাইখানায়---

 হিংসার বিষে মৃত্যু-উপত্যকা হোক 
 উদ্ধত রিভলবারের আগুন মুখে
 স্তব্ধ দৃষ্টি, রুদ্ধবাক সন্ধ্যায় সকালে ---

 হত্যাকারীর আদালতে বিচার হোক
 কতৃপক্ষের শেখানো পদ্ধতিতে
 মগজধোলাই কুশিক্ষার পাঠশালে---

No comments:

Post a Comment