অন্তরের পরিধি ।। মোঃ আব্দুল রহমান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 17, 2025

অন্তরের পরিধি ।। মোঃ আব্দুল রহমান

নবপ্রভাত

অন্তরের পরিধি 

মোঃ আব্দুল রহমান 


শুষ্ক ফ্যাকাসে আকাশের দিগন্ত
এ পৃথিবীর মানচিত্রে আঁকা আকাশ নয়,
মনের অন্তরে লাল রক্তের স্রোত
রবির কিরণে জ্বলছে।

ভীষণ ঝড় উঠেছিল 
সবকিছু তছনছ হয়ে গেল নিমেষে,
হৃদয়ের এ সুনামি ভীষণ ভয়ংকর 
প্লাবিত চারিদিক, হাহাকার!

মানুষের মন খুবই সংকীর্ণ 
সেখানে মোটেই শান্তি বাস করে না,
কেবল জাতি - বর্ণ - ধর্ম - গোত্র - নাম - পরিচয় 
হিংসা, বিদ্বেষ, আর লড়াই।

অন্তরের দৈর্ঘ্য, প্রস্থ, পরিধি 
লকাপে তালা বন্দি চিরকাল, অন্ধকার কেবল 
সম্প্রীতির বন্ধন ডাকছে এখনও 
তবুও ফাঁকা! কেউ আসছে না!

মানবতার ধর্ম চায়, চায় মনুষ্যত্ব 
মানুষ বাঁচার নীতি চায়, মারার বীজ নয়,
চায় শান্তি, চায় আলো,
মনের আকাশ ও পৃথিবীর আকাশ থাকে ভালো!

===========
মোঃ আব্দুল রহমান ( শিক্ষক )
বহরমপুর, মুর্শিদাবাদ 

No comments:

Post a Comment