তুমি তোমার মতো থাকলে ।। সত্যেন্দ্রনাথ বেরা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 17, 2025

তুমি তোমার মতো থাকলে ।। সত্যেন্দ্রনাথ বেরা

নবপ্রভাত

কবিতা

তুমি তোমার মতো থাকলে 

সত্যেন্দ্রনাথ বেরা  


তুমি তোমার মতো থাকলে সময়কে ছুঁতে পারবে না
এখানে আসাটাই ব্যর্থ হবে, 
শেষে, জীবনের হিসাব খাতায় জ্বলজ্বল করবে
একটি ব্যর্থ জীবন, রাত্রির ঝরা  ফুলের মতো ৷

অনেকেই হাত পেতে আছে
তোমার পথের ধারে।
এই বেলা সময় থাকতে  ওদের ছুঁয়ে ফেলো,
কানে কানে এমন কিছু বলো
যেন ওদের ভিজাতে পারো মন,
ওদের উঠানে এমন ছবি আঁকো
যে ছবি ওরা কোনদিন মুছবে না।

যোগ অংকটা শিখো, কিন্তু বিয়োগ নয়।
তোমার জীবনের সরল অঙ্কটা
স্মৃতি স্মরণিতে তোমার পদচিহ্ন আঁকবে ৷
যে চিহ্ন মানব হৃদয় বেলাচরে
চিরকাল অম্লান থাকবে,
একদম মুছে যাবে না
সময় পেলে কেবল  বুঝতে চেষ্টা করো মানব প্রেমের গভীর বুৎপত্তিটুকু অনেক মানুষের কাছে গিয়ে ৷

=================

Satyendranath Bera
vill . P.O_Amdabad
via - Rayapara
Dist- Purba Medinipur 721650





No comments:

Post a Comment