কবিতা
দিঘার সমুদ্র
মাখনলাল প্রধান
দিঘায় সমুদ্র খুঁজতে গিয়েছিলাম। এত ক্ষুদ্র আর রুদ্র তার ভাবমূর্তি। আহা বাছা রাজনৈতিক নেতাদের মতো পাছা! সারাক্ষণ একই গান অহংকার। এক তরফা কবিগানের মৌরশী মিহিজাম। হুকখোলা নারী শরীরের মতো উথাল-পাথাল। যৌনগন্ধী আবেদন আষ্টেপৃষ্ঠে মৌন মুখরতায়। বারবার ছুঁতে চায়। ডুবেও মেটে না ক্ষুধা। বিদ্রোহ নেই শূদ্রের মতো পায়ে ধরে সাধাসাধি। কোটালে-পোটালে ফোঁসফাঁস। গাছে-আগাছায়, ঘাটে-আঘাটায় না কবিতা গল্পের মহড়া। খুঁজতে খুঁজতে জলের ভেতর আমি। খুঁজতে খুঁজতে আমার ভেতর জল। উচ্ছল চঞ্চল দিঘার সমুদ্র।
=============
Makhanlal pradhan
Sukantapally, boral
Kol-700154
No comments:
Post a Comment