তিনটি কবিতা ।। সুশান্ত সেন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 17, 2025

তিনটি কবিতা ।। সুশান্ত সেন

নবপ্রভাত

১ বাড়ি


সৌভিকরা দেশে গেছে এখানে ছবির মত বাড়ি
একা জেগে আছে।
যেহেতু গ্রামের দিকে এবং ছাড়া ছাড়া বসতি দেদার , বেশ কিছু জমি নিয়ে,
শোনা গেলো এখানে এই সমৃদ্ধির দেশে
কোনো ভয় নেই
এবং থানা ও পুলিশ গুলি
সদাই জাগ্রত, আইনের হাত বেশ কড়া।

সৌভিকরা এখানের জলবায়ু এবং জীবন
বেশ মানিয়ে নিয়েছে 
মনে হয় এখানেই থেকে যাবে
জীবনের বাকি দিন গুলি।

তাই ত ছবির মত বাড়িটিও অপেক্ষায় আছে



২ দেশভাগ


তোমার দেহ টা কেটে কেটে
একটা টুকরো বাঁশ বনে আর এক টুকরো
নয়নজুলিতে ফেলে দিলাম।

তারপর আর কিছু দিন পরেই ইতিহাস
পাতিহাসের মতন 
প্যাঁক প্যাঁক করতে থাকল।
আর আকবর -নামা'তে
আকবরের সুশাসনের কথাই লেখা হলো।

সম্র্যাজ্য বিস্তার ও ধরে রাখতে গেলে
কিছু কিছু সাধারণ কে বলিদান দিতেই হয়।

দেশটা ভাগ হবার পর 
আবার দেশ দেশ বলে কঁকিয়ে মরা
কোন ভাল লক্ষণ নয়।
ধরে নিন সারা পৃথিবী'টাই আপনার দেশ।
তাহলেই ক্ষমতা খুব সুরক্ষিত।


৩ গান


মানুষ খুঁজে পেলাম না পেলাম না
যতই খুঁজেছিলাম
সাহেব বিবি গোলাম খুঁজে পেলাম না পেলাম না
এই দুনিয়ার ঘাটে বাটে 
সকাল বিকেল রাত্রি কাটে 
তবু 
মনের সোনা রাখার পাত্র পেলাম না।
মানুষ খুঁজে পেলাম না পেলাম না ।
যতই তুমি আশা কর
গুরু মুনি মুর্শেদ ধর
সোনা মানিক স্পর্শ করা যাবেই না
মানুষ খুঁজে খুঁজে তুমি পাবেই না ।

=============
সুশান্ত সেন
৩২বি , শরৎ বসু রোড
কলিকাতা ৭০০০২০



No comments:

Post a Comment