রুদ্র বৈশাখ ।। দীনেশ সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 17, 2025

রুদ্র বৈশাখ ।। দীনেশ সরকার

নবপ্রভাত

 

রুদ্র বৈশাখ

দীনেশ সরকার                

                  

রুদ্র বৈশাখ         নেই হাঁকডাক     চারিদিক শুনশান

কুপিত তপন       দগ্ধ ভুবন          প্রাণ করে আনচান।

ফুটিফাটা মাঠ     শুনশান ঘাট     জল কোথাও নাই রে

জল-জল ক'রে    পশুপাখি মরে   জল কোথায় পাই রে।

 

বটের ছায়ায়       কুকুর হাঁপায়       লালা ঝরে জিভ দিয়ে

শ্রান্ত পান্থ          বড়ই ক্লান্ত           ঝিমোয় তৃষ্ণা নিয়ে।

শুধু বটগাছ        ভোর থেকে সাঁঝ  অকাতরে দেয় ছায়া

মাথা তুলে থাকে   বৃষ্টিকে ডাকে     বুক ভরা তার মায়া।  

 

পাখি তৃষ্ণায়       ডানা ঝাপটায়      জল খুঁজে খুঁজে ফেরে

চাতক তাকায়    নীল নীলিমায়       ওরে মেঘ, জল দে রে।  

নিদারুণ খরা      শুষ্ক এ ধরা          নেই কেহ ভালো আজ

তরু-লতা হায়     বিবর্ণ প্রায়            হারিয়ে সবুজ সাজ।

 

কৃষক হতাশ      দুখভরা শ্বাস         মাথায় ঋণের বোঝা

পুড়ছে ফসল      শেষ সম্বল           বেঁচে থাকা নয় সোজা।

মজুরের ঘরে      হাঁড়ি নাহি চড়ে     কাজ নাই মাঠে ঘাটে

রুদ্র বৈশাখ         জ্বলে পুড়ে খাক    অনাহারে দিন কাটে।

 

ইসকুল ছুটি         হাসি গেছে টুটি    খোকা-খুকু মুখ ভার

ঘরে সারাক্ষণ      বন্দি জীবন          ফিরে কি এলো আবার!

সদা মনমরা        হয় না তো পড়া    বৃষ্টিকে শুধু ডাকে

আয় রে বৃষ্টি        বাঁচা রে সৃষ্টি         সবে যেন ভালো থাকে।

 

***********************************************************

দীনেশ সরকার
১৪০ ডি, হিজলি কো-অপারেটিভ সোসাইটি,
প্রেমবাজার, খড়্গপু্‌র, পশ্চিম মেদিনীপুর---- ৭২১৩০৬ 

No comments:

Post a Comment