মায়ের ভালোবাসায় ।। ইমরান খান রাজ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 17, 2025

মায়ের ভালোবাসায় ।। ইমরান খান রাজ

নবপ্রভাত

মায়ের ভালোবাসায় 

ইমরান খান রাজ 


মা-তুমি স্বপ্ন দেখাও 
দেখাও আলোর পথ, 
ভালোবেসে যাবো তোমায় 
আজ করিলাম শপথ। 
মা-তুমি আগলে রেখো 
তোমার অসীম বুকে 
যাবো নাকো তোমায় ছেড়ে 
দুঃখ কিংবা সুখে। 

==============

ইমরান খান রাজ 
 গ্রামঃ সাতভিটা, পোস্ট অফিসঃ নারিশা-১৩৩২, উপজেলাঃ দোহার, জেলাঃ ঢাকা, বাংলাদেশ।  পোস্ট কোডঃ ১৩৩২, নারিশা, ঢাকা। 


No comments:

Post a Comment