লুকনো অভিযান ।। জয়িতা চট্টোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 17, 2025

লুকনো অভিযান ।। জয়িতা চট্টোপাধ্যায়

নবপ্রভাত


লুকনো অভিযান

জয়িতা চট্টোপাধ্যায়


সবারই যাওয়ার গরজ থাকে
কেবল কেউ শীত পোয়ানো অদ্ভুত রাত
বুকে আগলে দাঁড়িয়ে থাকে  বাসস্টপে
যেখানে প্রবল বৃষ্টিতে ভিজে যায় তলপেটের উষ্ণতা, 
অন্তর্বাসের পালক ওড়ে ফাঁকা রাস্তা হয়ে
মায়াবী আকাশ জানান দেয়
তাড়া নেই, তীব্র অভিঘাত মাখা আকুতিরা
এমনিই মিশে যায়,নগ্ন শরীরের অনিবার্য টানে
ইচ্ছের পাশে শোয়,আদর করে,
আর ভোর না হতেই চলে যায় পাশের গলি দিয়ে...

================

জয়িতা চট্টোপাধ্যায়

শ্যামনগর, উত্তর চব্বিশ পরগনা, ভারত

No comments:

Post a Comment