প্রণামের প্রভু ।। সুপ্রভাত মেট্যা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 17, 2025

প্রণামের প্রভু ।। সুপ্রভাত মেট্যা

নবপ্রভাত

কবিতা

প্রণামের প্রভু 

সুপ্রভাত মেট্যা 


আনন্দ এই যে
আজ রোদের আব্দারে শীতের কবিতা এল পাতায়।

দূরে কুয়াশার মোটা চাদরে শরীর ঢেকে 
নীলকমলের মাঠ, জন্মরহস্য জলের গভীরে গিয়ে 
ক্রমশ ধান্য হয়ে ওঠে। 

সকাল বড় হয়ে 
দুপুরযুবক পেরিয়ে বিকেলনামে লেখা হচ্ছে জীবন।

ওদিকে ছাদে মাদুর পেতে 
রোদ পোয়াচ্ছেন নিখিলের দাদু।
কত গল্প এসে যাচ্ছে তাঁর পাশাপাশি 
থরেথরে আলো এবং হাওয়ায়।
থরথর করে কেঁপে উঠছে পথের শিশু ধুলায়, একা।

চলতে থাকে মানুষ। সে চলতেই থাকে।
একসময় চলতে গিয়ে তার পায়ে পায়ে পিষে যাওয়ার 
করুন কষ্ট যার, সেই ধুলোর বরাতে 
পায়ের আঘাত স্পর্শে 
কখন যেন সে প্রণামের প্রভু হয়ে ওঠে!

===============
সুপ্রভাত মেট্যা 
গ্রাম :-বলরামপুর 
পোষ্ট:-জয় বলরামপুর 
থানা:-তমলুক 
জেলা :-পূর্ব মেদিনীপুর 
পিন:-৭২১১৩৭




No comments:

Post a Comment