চিহ্নিত পদযুগ পদাঘাত ।। দেবাশীষ সরখেল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 17, 2025

চিহ্নিত পদযুগ পদাঘাত ।। দেবাশীষ সরখেল

নবপ্রভাত

কবিতা

চিহ্নিত পদযুগ পদাঘাত 

 দেবাশীষ  সরখেল 


 মাথার চুল যখন খুব ভারী হয় 
 যখন নিজের গায়ের কটুগন্ধে কষ্ট পেতে থাকে মানুষ
      তখুনি তো তোমাকে ফাঁসায়।
 কপালের ঘাম জমে 
 ভাবলে জয় করে ফিরলে 
 রক্ত তো মানুষের পরাভূত প্রভৃতির।
ব্যতিক্রমী শ্রীরবিশংকর।
 প্রকৃত প্রস্তাবে এক         আত্মরতিময় কস্তুরী মৃগ 
 আরো আরো তাড়ি  খাও 
ফর ফর পাখা 
 ফিরে যাও পরিহাসময় 
নিজস্ব নির্মিত আনন্দভবনে।
 
*******---*****
 
 দেবাশীষ সরখেল
 রঘুনাথপুর
 পুরুলিয়া পশ্চিমবঙ্গ

No comments:

Post a Comment