দুটি কবিতা ।। আশীষ কুমার বিশ্বাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 17, 2025

দুটি কবিতা ।। আশীষ কুমার বিশ্বাস

নবপ্রভাত

সকালে পাখির মেলা 

আশীষ  কুমার  বিশ্বাস 


পাতার ফাঁকে ডাকছে পাখি
মনের মধ্যে আঁকছি ছবি 
গাইছে পাখি নানান সুরে
আমি একটু দাঁড়িয়ে দূরে ।

উড়ছে তারা ডালে ডালে
খাইছে দোল তালে তালে
কতো রকম পাখির দেখা
সকাল বেলার আমার সখা ।

ফিঙে , শালিক , বুলবুল , টিয়ে
ওদের মধ্যে কারোর বিয়ে
গাছের ডালে হবেই ভোজ
পাখিরা তাই নিচ্ছে খোঁজ ।

আমন্ত্রণ আজ গাছে গাছে
বিয়ে শুরু পাখির নাচে
রইলো সবার এই আহ্ববান
পাখির বিয়ে এই জাগরণ ।

যুদ্ধ মানব

আশীষ  কুমার  বিশ্বাস


মৃতদেহ ফেলে রেখে
যাচ্ছি ছুটে অন্য দেশে
মারছি সেথায় আরও মানুষ
অন্য ভাবে , অন্য বেশে।

মৃত্যু যেন খোলামকুচি
করছি বেশ কচুকাটা
জাত পাতের দোহাই দিয়ে
সাজছি আমি আচ্ছা বেটা!

উত্তরণের এই জগতে
অন্ধকার ডাকছি মনে
বিশ্ব জুড়ে যুদ্ধ মানব
হুঙ্কার দেয় ক্ষণে ক্ষণে।

প্রিয়জনের ছিন্ন দেহ
ছড়িয়ে পড়ছে ভিন্ন ভিন্ন
জেহাদীরা করছে উল্লাস
উগ্রপন্থী বলছে ধন্য।

বুদ্ধ, যিশু, শ্রীচৈতন্য
লুপ্ত জরথ্রুস্ট, লুপ্ত মহাম্মদ
এই ভাবেই চলতে থাকলে
ঘনিয়ে আসবে বিরাট বিপদ।

===========

No comments:

Post a Comment