প্রতিধ্বনি ✍️ সুবীর কুমার ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 17, 2025

প্রতিধ্বনি ✍️ সুবীর কুমার ঘোষ

নবপ্রভাত

কবিতা


প্রতিধ্বনি

✍️সুবীর কুমার ঘোষ 


রাতের শেষে, যখন ঘুমও ক্লান্ত,
আমি শব্দের গায়ে হাত বুলিয়ে দেখি—
তোমার চিঠির ছায়া লেগে আছে।
কিন্তু নাম নেই,
ঠিকানাও নেই।

আলো ফুরিয়ে এলে দেয়ালগুলো বলে,
"সে-ও একদিন এই ঘরেই কেঁদেছিল।"
আমার কণ্ঠস্বর তখন খসে পড়ে
ছিন্ন ধুলোর মতো।

ঘড়ির কাঁটা ঘুরছে,
কিন্তু সময় থেমে গেছে
একটা অসমাপ্ত আলিঙ্গনে।

জানালার বাইরে
একটা মৌন গ্রহ ঘুরছে নিজস্ব কক্ষপথে—
কেউ তাকে ভালবাসেনি,
সে-ও কাউকে ভালোবাসেনি।
তবু সে আছে,
আমাদেরই মতো।

আমরা, যারা প্রতীক্ষা করি
বলি না কিছু, তবু শুনি প্রতিধ্বনি—
বুকের গহীনে জমে থাকা কিছু অসমাপ্ত প্রশ্নর।

**********************



সুবীর কুমার ঘোষ

১৫০/১৩ নতুন গ্রাম রোড 
শ্যামনগর, উত্তর ২৪ পরগনা!!
সূচক :- ৭৪৩১২৭
পশ্চিমবঙ্গ



No comments:

Post a Comment