বদলে যাওয়া ।। তীর্থঙ্কর সুমিত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 17, 2025

বদলে যাওয়া ।। তীর্থঙ্কর সুমিত

নবপ্রভাত

বদলে যাওয়া

তীর্থঙ্কর সুমিত




সিলেবাসে না থাকা অর্থহীন সংসারে
এখন শুধুই জঙের প্রলেপ
সব ব্যবধান খুঁটে খায় চড়ুইয়ের দল
অসহ্য যন্ত্রনার  পিলারে আটকে থাকা পেরেক
একাকী ছিন্ন হয়ে শুয়ে আছে চৌরাস্তার মোড়ে
যত কাব্যের ইতিহাস ভেসে গেছে ___
দামোদরের গা ঘেঁষে ...

শুধুই বদলে যাওয়া জল আর বরফ

বরফ আর জল।

=============

তীর্থঙ্কর সুমিত
মানকুণ্ডু, হুগলী

 

No comments:

Post a Comment