কাগজ ফুলে ।। সফিউল মল্লিক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 17, 2025

কাগজ ফুলে ।। সফিউল মল্লিক

       কবিতা

   কাগজ ফুলে

    সফিউল মল্লিক



শহরের রাস্তাগুলোয় ফুটে উঠেছে লাল আগুনের মত  কৃষ্ণচূড়া।

জমে আছে আজও এখানে কিছু না বলা মায়া। 

ফেলে আসা কিছু পাথরের পথ,
চিরকাল অপরিচিত কিছু আর রয়ে যাওয়া ছায়া। 

ক্ষুদার্ত হলে অতিরিক্ত কর্ম করেন।

 কর্ম যাদের শুধুই কূটনীতি
পেশাই হলো তাদের দুর্নীতি।

যদিও শব্দ গুলো ব্যর্থতায় ভরা
তবুও আমার মহাবিশ্বের গল্পের সেরা।  

শেষ বিকেলের আলোয়
আসে না আর ফিরে।

তোমায় না হয় খুঁজে নেবো
মিথ্যা কল্পনার ভিড়ে । 

পথ এখনও অনেক বাকি ... 
যদি এসো ফিরে —,সব বুঝবে মিথ্যা প্রতিশ্রুতি এক একটা করে।

পাতা ঝরা শুকনো গাছে ফুটবে না আর ফুল। 
জল ঢেলে লাভ নেই আর, গিয়েছে পঁচে পুরো মূল। 

দমকা হওয়ায় উড়িয়ে দেয় 
তোমার এলো চুলে,
"কাগজ ফুলের" বৃষ্টি নামে 
 ভেজাবে তোমায় বলে।।


============



নাম-সফিউল মল্লিক। 
গ্রাম-জগৎবল্লভপুর। 
পোস্ট -মায়াপুর। 
থানা-বজ বজ ।
জেলা-দক্ষিণ চব্বিশ পরগনা। 
পিন নম্বর-৭৪৩৩১৮.




No comments:

Post a Comment