বন্দী পাখি ।। সুদামকৃষ্ণ মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 17, 2025

বন্দী পাখি ।। সুদামকৃষ্ণ মন্ডল

নবপ্রভাত

বন্দী পাখি

সুদামকৃষ্ণ মন্ডল 


সকাল হলেই বসে  চালে রঙিন দু'টি পাখি 
কিচির মিচির ডাক তার কাজল টানা আঁখি 

খুকু বলে , শালিক পাখি পুষব আনো ধরে 
যেই না বলা অমনি তখন ওড়ে ফুরুৎ  করে 

ময়না টিয়া খাঁচায় ভরা কষ্ট তাদের দেখে
পুষি বিড়াল পাছে ধরে ঘুম আসে না চোখে  

মায়ের বারণ শুনত যদি শখের পাখি পোষা 
রাত্রি দিনে বিরাম পেত জুটত  পড়ার নেশা 

ছাদের উপর পায়রা থাকে কচি তাদের ছানা
মলের গন্ধে যায় না থাকা মাতো করেন ঘৃণা 

বেজায় রেগে যখন তখন লাঠি ধরেন হাতে
লেখা পড়ায় মন বসাতে উপোস রাখেন রাতে 

বাবা বলেন,  বনের পাখি স্বাধীন হয়ে থাক 
উড়ুক না সে যেথায় সেথায় বন্দী চিন্তা যাক 

তোমায় যদি বন্দী খাঁচায় রাখি ক্ষণ কাল 
মনের ভূমি পতিত হবে  বিষাদ চির কাল

======================  

সুদামকৃষ্ণ মন্ডল
গ্রাম: পুরন্দর পুর (অক্ষয় নগর)
পোস্ট : অক্ষয় নগর
থানা : কাকদ্বীপ
জেলা : দঃ চব্বিশ পরগণা
পিন কোড :743347

No comments:

Post a Comment