এখন কাশ্মীর ।। অশোক দাশ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 17, 2025

এখন কাশ্মীর ।। অশোক দাশ

নবপ্রভাত

এখন কাশ্মীর

অশোক দাশ


হিংসার বারুদে পুড়ে গেল স্বপ্ন 
মানবতার বুকে রক্ত 
সম্প্রীতি কলুষিত 
সন্ত্রাসী খোঁজে 
জাত - ধর্ম। 

পাহাড়ের খাঁজে  পাইনের বনে 
                          তুষার ধবলে
মধুচন্দ্রিমার শেষ স্মৃতিতে 
                      ‌ বিধবা বিহ্বল ।

যুদ্ধের আতঙ্ক বিভীষিকা
দেশপ্রেম শহীদের রক্ত 
স্বজনের কান্না হাহাকার-----।
মাটি পোড়ে না 
পোড়ে  মানুষ 
মানুষের হৃদয়।

পুঁজির গর্ভে লালিত সন্ত্রাসবাদ 
  ‌                         যুদ্ধ- যুদ্ধ খেলা
জীবন নিয়ে ছিনিমিনি ছেলে খেলা।
 
===========

অশোক দাশ 
ভোজান, রসপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত। 



No comments:

Post a Comment