নতুন বাবুর বিয়ে ।। সুবল দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 17, 2025

নতুন বাবুর বিয়ে ।। সুবল দাস

নবপ্রভাত

নতুন বাবুর বিয়ে

সুবল দাস


ভোরের বেলা মধুর সুরে কোকিল ডাকে কুহু কুহু.....
বিছানা ত্যাগের জন্য মনটা করে হু হু........
শালিক পাখির কিচিরমিচির চড়ুই বড় লাহায়
সূর্যের শাস্ত্র বিকিরনে চলে আসে রাস্তার মাথায়।।
গাড়ি ঘোড়ার ঘড় ঘড়ানিতে শরীরটা চাই না সায় দিতে,
ছেলেরা সব আসছে ধেয়ে,মাছের পেটি মাথায় নিয়ে৷
গোপালগঞ্জ এ নতুন বাবুর বিয়ের
কাজের জালায় লোক জুটেছে কানাই কানাই৷
ডি জে মাইকের শব্দে সবাই যেন পালাই পালাই ৷৷
কর্তা বাবুর হুকুম এলো এসব মাইক থামাও থামাও |
গিন্নি মা বলে একটু থামো, চা-টা আগে খাও।
কাজের লোক এসে বলে, গিন্নি মা আর কাজের লোক আসে না,
হৈমন্ত দি এসে বলে "মা"তোমরা কিছু জানো না।।
পোলারে তোমার দিছো বিয়া, বাদ্যি কেনো বাজে না৷৷
কর্তা বাবু ধমক দেয় "গিন্নি"তুমি কিছু জানো না
হলুদ তেলের তত্ত্ব যাবে গাড়ি দিয়েছো বায়না।।
গিন্নি মা রেগে লাল, কাপড় ছিড়ে ফালাফাল্
ধমক দিয়ে বলে -- কর্তা বাবু আনন্দে তামাকের দেয় টান।
নতুন বাবুর বিয়েতে লোক করে হৈ চৈা৷
দৈওয়ালা রাস্তার মাঝে ফেলে দিলো দৈ!
নতুন বাবু দেখে রাগে থর থর কাঁপে,করলো না আর বিয়ে।
"অন্নদাতারা দূর হয়ে যাও ভুরিভোজ নিয়ে,"
নতুন বাবুর হলো না আর বিয়ে।

          -----

Subal Das

Vill-Sarsa

Po-Uttarbil

Block:Garbeta-1

Dist: Paschim Medinipur 

Pin-721127


No comments:

Post a Comment