মৌন মুখরতা ।। মুসা মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 17, 2025

মৌন মুখরতা ।। মুসা মন্ডল

কবিতা

মৌন মুখরতা

মুসা মন্ডল


সপ্ত সিন্ধু  বিলীন যেখান, সেখান আমার ঘর
আকাশ এসে মেশে সেখান নীল দিগন্ত পার 
ঝড়ের গতি দাপিয়ে ছোটে, ছিন্নভিন্ন আগল
নদনদী সব বাঁধ না মানার 
প্রবল স্রোতে পাগল 

ইগলু সেখান সারে সারে, এস্কিমো দের দেখা
সীল মাছ আর শ্বেত ভালুকের 
রাতের সূরজ মাখা

তপ্ত মরু দগ্ধ যেখান, অগ্নিশিখায় তেজি
বেদুইনের রোজ নামচা 
জীবন রেখে বাজি

=============

মুসা মন্ডল, গোলপুকুর, বারুইপুর, কলকাতা -৭০০ ১৪৪










No comments:

Post a Comment