মেরুদণ্ড ।। গৌতম সমাজদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 17, 2025

মেরুদণ্ড ।। গৌতম সমাজদার

নবপ্রভাত

মেরুদন্ড 

গৌতম সমাজদার 

ঝাঁ চকচকে শপিং মল,
বাঁদিকের গলিটায় 
থরে থরে সাজানো
বিভিন্ন আকারের মানুষের কঙ্কাল, 
বিভিন্ন সাইজের, রকমের 
স্তব্ধ হয়ে মুহূর্তে ভাবি,
কোথা থেকে জোগাড় হয় এত কঙ্কাল? 
দেখেছিলাম, বেওয়ারিশ লাশ
ঘুরপথে লোহার রডে গাঁথা
লাশের ওপর দিয়ে অবিরাম স্রোত---
মাংস ছেড়ে পড়ে থাকে শুধু হাড়।
এগিয়ে গিয়ে বলি, দেখান
১,২,৩----দেখতে দেখতে
নজরে এল সব কটারই মেরুদন্ড বাঁকা।
বললাম, শিরদাঁড়া সোজা একটা দেখান।
উত্তরে বলে, নেই স্যার, অনেকদিন,
আমার যে দরকার অন্ততঃ একটা,
যে সোজা শিরদাঁড়া বলে উঠবে,
দুর্নীতি, দুর্বৃত্তায়ন, অমানবিকতা 
দূর হটো, তফাৎ যাও পৃথিবী থেকে।
খুঁজছি, খুঁজেই চলেছি, পেতেই হবে।

================

Goutam Samajder, 22/86 Raja Manindra Road, Kol-37

No comments:

Post a Comment