ছড়া
তুমি মানুষ
বদরুল বোরহান
এমনটা তো হতেই পারে
এমনটা-ই হয়,
তাই, পেও না ভয়;
তোমাকে তো সকলকিছু
করতে হবে জয়।
তুমি মানুষ, সৃষ্টিসেরা
হারাও কেন খেই?
তোমার আছে বুদ্ধি, বিবেক
বাদবাকিদের নেই।
হতাশ হলে চলবে কেন?
সফল হওয়া চাই,
সফলতার বিকল্প আর
অন্য কিছু নাই।
----------
বদরুল বোরহান
জাপান গার্ডেন সিটি
আদাবর, মোহাম্মদপুর
ঢাকা-১২০৭, বাংলাদেশ
No comments:
Post a Comment