সংযম ।। মানস কুমার সেনগুপ্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 17, 2025

সংযম ।। মানস কুমার সেনগুপ্ত

নবপ্রভাত

মুক্ত-ভাবনা

সংযম 

মানস কুমার সেনগুপ্ত



          বন্ধু , নিত্যদিন নিজেকে সংযমী রাখি কি করে বলতে পারো ? অন্ততঃ মানসিকভাবে। আসলে সংযম বা নিজের ওপর নিয়ন্ত্রণের কথা যদি বলো, তেমন মানুষ নিশ্চয়ই কিছু খুঁজে পাওয়া যাবে। খাদ্যাভ্যাসে সংযম, অপ্রিয় কথাবলায় সংযম, বিতর্ক - বিবাদে জড়িয়ে না পড়ার সংযম এমন অনেক কিছুই জড়িয়ে থাকে আমাদের দৈনন্দিন জীবন যাত্রায়। আবার নীরবতা, নিস্পৃহতার সঙ্গে সংযমের কিছু বিরোধ রয়েছে। যে কোনও ব্যাপারেই সংযমী হওয়া একধরনের অনুশীলন। কিন্তু অনেক কষ্টে আয়ত্ব করা সংযমের বাঁধ যে ভেঙ্গে যায় নানা প্রতিকূলতায়। এই চূড়ান্ত অস্থির সামাজিক পরিসরে সংযমী হওয়া খুবই কঠিন কাজ। কবি বলেছেন, 'হারতে শেখো আর মাথা নিচু করতে শেখো'। চরিত্রগতভাবে সংযমী হতে গেলে এই কঠিন দুটি অনুশীলন করে যেতেই হবে। কিন্তু ওই যে প্রথমেই বলেছি অনেক চেষ্টা করেও সংযমী হতে পারিনি। কোনও সামাজিক অসদাচরণের বিরুদ্ধে অনেক কষ্টে নিজেকে দমন করেও প্রতিবাদী না হয়েও পারি না। বন্ধুস্থানীয় মানুষ বা পরিবারের সাবধানবাণী অমান্য করেও প্রতিবাদী হতে গিয়ে অপমানিত  হতে হয়। তবে বন্ধু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সংযমী হওয়ার নিত্য অনুশীলন করে চলেছি, জীবনের সব ক্ষেত্রেই । আর একটি কথা প্রতিবাদী সত্ত্বাটিকে কিছুটা নরম বোঝাপড়ার আশ্রয়ে লালন করছি। বন্ধু  তুমি যদি এটাকে সংযম বলতে চাও বলতে পারো। তবে সংযমের অনুশীলন বর্তমান অস্থির সময়ের বাতাবরণে আমাদের করে যেতেই হবে। কিন্তু সে বড় কঠিন কাজ। 

 ========================


মানস কুমার সেনগুপ্ত, ১৭/৮, আনন্দ মোহন বসু রোড, দমদম, কলকাতা ৭০০০৭৪

No comments:

Post a Comment