অজানা প্রেম ।। অর্পণ দে - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 17, 2025

অজানা প্রেম ।। অর্পণ দে

নবপ্রভাত

অজানা প্রেম

অর্পণ দে


সময় চলে যায়,
স্মৃতি রয়ে যায়,
কোনো এক দমকা হওয়া,
জানিয়ে দিয়ে যায় কানে কানে ,
সেই প্রভাতে উষ্ণ রবির আলোয়,
তুমি এসে ছিলে আমার এই বক্ষ মাঝে।

আর তুমি যখন চলে গেলে,
পূর্ণিমার চাঁদ তখন মধ্য আকাশে উজ্জলিত,
সময় টা থেমে গেলো, 
মনে হলো যেনো একটি যুগ সম্পূন্ন হলো।

থেমে যাওয়া সময়ের মাঝে,
আমি রয়ে গেলাম একা ।

==========
অর্পণ দে
যোগেশপল্লি বাঁকুড়া

No comments:

Post a Comment