পোস্টগুলি

Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

স্বরূপা রায়

ছবি
স্বপ্নের পৃথিবীতে আমার ভারত থাকতো যদি টাইমলাইন আমার কাছে , কিছু অতীত বদলে দিতাম । ক্ষমতা থাকতো যদি পৃথিবীটার অল্প অংশকে নিজের স্বপ্নে বোনবার , ভবিষ্যৎটাকে সুন্দর ভাবে সাজাতাম । ইতিহাসে যদি ব্রিটিশরা না আসতো আমাদের দেশে , আমরা স্বাধীন হতাম সংগ্রামীদের না দিয়ে বলি । জাতির ভেদাভেদ যদি ইতিহাস না করতো , তাহলে আজ এক জাতির হতো --- না শত্রু অন্য জাতি । যদি সেদিন আমাদের সুবিস্তার বাংলাটা ভাগ না হতো , তাহলে আজ আমাদের বাংলার আধিপত্যটা হতো অনেক বেশি । নেতাজী সুভাষচন্দ্র বোসকে যদি আমরা না হারাতাম , ভারত স্বাধীন হতো অনেক আগেই গুরুজনদের বলতে শুনেছি । ভারতের প্রতি হিংসায় যদি লিপ্ত না হতো সেই বিস্ফোরক গোষ্ঠী , শয়ে শয়ে মানুষ প্রাণ হারাতো না মুম্বাইয়ের ২৬ / ১১ তে । একা দুজন ছেলে - মেয়েকে দেখে যদি সেদিন ওই কুলাঙ্গারগুলো পাশবিকতা না দেখাতো , তাহলে দেশের আরেক ভবিষ্যৎ নারী নির্ভয়াকে অকালে শরীর হতো না হারাতে । ভারত যদি বিশেষের প্রতি অতিরিক্ত উদারতা না

সঞ্জয় কুমার মুখোপাধ্যায়

ছবি
মহাজাগতিক ভাবনা অগুন্তি মনের আকাশে তারা , সৌরজগতের ব্যাপ্তিতে দিশেহারা । মাথায় নিউরন গুলোর জ্বলা নেভা , মহাকাশের মধ্যে ঘূর্ণায়মান চিন্তাধারা । সহস্র কোটি দূরে ফেলে আসা পথ , অজানা গ্রহে হারানো কোনো শপথ । ভয় হয় হারাবে না তো কৃষ্ণগহ্বরে , নাকি নতুন এক বিগ ব্যাং জন্ম নেবে । নতুন চিন্তার সৃষ্টি চেতনাকে , হয়তো আকাশগঙ্গায় মিলনের ডাকে .. জন্ম দেবে মহাজাগতিক তরঙ্গের , নতুন এক পথে সৃষ্টি জগতের । কয়েক সহস্র আলোকবর্ষ দূরে , অপেক্ষায় রইলাম নতুন জগতের ।  ************** সঞ্জয় কুমার মুখোপাধ্যায় কায়স্থ পাড়া ৪র্থ লেন হালতু, কলকাতা।

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪