সঞ্জয় কুমার মুখোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, April 14, 2018

সঞ্জয় কুমার মুখোপাধ্যায়


মহাজাগতিক ভাবনা


অগুন্তি মনের আকাশে তারা,
সৌরজগতের ব্যাপ্তিতে দিশেহারা
মাথায় নিউরন গুলোর জ্বলা নেভা,
মহাকাশের মধ্যে ঘূর্ণায়মান চিন্তাধারা
সহস্র কোটি দূরে ফেলে আসা পথ,
অজানা গ্রহে হারানো কোনো শপথ
ভয় হয় হারাবে না তো কৃষ্ণগহ্বরে,
নাকি নতুন এক বিগ ব্যাং জন্ম নেবে
নতুন চিন্তার সৃষ্টি চেতনাকে,
হয়তো আকাশগঙ্গায় মিলনের ডাকে..
জন্ম দেবে মহাজাগতিক তরঙ্গের,
নতুন এক পথে সৃষ্টি জগতের
কয়েক সহস্র আলোকবর্ষ দূরে,
অপেক্ষায় রইলাম নতুন জগতের
 **************









সঞ্জয় কুমার মুখোপাধ্যায়

কায়স্থ পাড়া ৪র্থ লেন

হালতু, কলকাতা।



No comments:

Post a Comment