প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

মাঝে মাঝে সন্দেহ জাগে
তুমি কার ঔরস জাত !
যে ভাবে ওকালতি করো
বিদেশী হানাদার নিয়ে ,
অমূলক নয় এই সন্দেহ ।
যে দেশ বিদেশীর হাতে
বার বার হয়েছে শাসিত,
সে কথা কে বলতে পারে!
কার রক্ত কার দেহে জারিত?
অনেকের আচরণ সে কথাই বলে
রক্ত কখনো করে না বেইমানি,
কি করে বিশ্বাস করি?
শতবার ঠকেও যারা বোঝেনি!
যারা মুঘল কিংবা ইংরেজ তাড়িয়ে
একদিন স্বাধীন করেছে এই স্বদেশ,
তাঁদের কথা বেমালুম ভুলে গিয়ে যারা
আবার বেচে দিতে চায় এই দেশ।
কি করে বিশ্বাস করি ?
প্রতিক্ষণে সন্দেহ জাগে
তুমি কার ঔরস জাত!
---------------
মানস বন্দ্যোপাধ্যায়
গ্রাম-জগমোহনপুর, পোষ্ট -হরিপুর
জেলা- হুগলী, সূচক-712701
মোঃ-9883484350
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন