কবিতা ।। হাস্নুহানা ।। স্বপন মুখোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, January 15, 2022

কবিতা ।। হাস্নুহানা ।। স্বপন মুখোপাধ্যায়


হাস্নুহানা 

স্বপন মুখোপাধ্যায়


তোমার দেশেতে মন যেতে চায় 
নীরব হয়ে 
দুঃখ দৈন্য না পাওয়ার ব্যথা 
সকল সয়ে।

সব অভিমান দূর করে দিয়ে
সাঁঝের বেলা
ইচ্ছে করে গো তোমার সঙ্গে 
করবো খেলা।

সহজিয়া সুখে মুগ্ধ হিয়ার 
সমর্পণে 
উঠবে বেজে সে তানপুরাখানি 
কোন গহনে।

অস্তাচলের রামধনু পথে
আপন করে
আনমনা খুশি ধরবে ও হাত
সোহাগ ভরে।

আদর মাখানো জ্যোৎস্নার গাঙে
পানসিখানা 
স্নিগ্ধ মননে ফোটাবে সহজ 
হাস্নুহানা।

=====০০০=====


স্বপন মুখোপাধ্যায়
বহড়া, ষাটপলসা, বীরভূম 
পিন নম্বর ৭৩১২৩৪


No comments:

Post a Comment